বাইডেনের ৩০৬ না মানলেও নিজে ৩০৬ পেয়ে ট্রাম্প যেসব ‘ফুটানি মেরেছিলেন’

0

লোকসমাজ ডেস্ক॥ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিপরীতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাওয়া ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোটকে ‘ভূমিধস বিজয়’ হিসেবে অভিহিত করেছিলেন। ট্রাম্প নিজেও বিগত কয়েক বছর ধরে বারবার গর্বভরে সেটিকে ‘ভূমিধস বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন, ডেমোক্রেটদের কটাক্ষ করেছেন। কিন্তু এবার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ২০১৬ সালে ট্রাম্পের পাওয়া সমানসংখ্যক ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট পেলেও, হোয়াইট হাউসের সেই কর্মকর্তারা বা ট্রাম্প কেউই তাকে অভিনন্দন জানাচ্ছেন না! তার পরিবর্তে, ট্রাম্প নির্বাচনী ফল মেনে নিতে অস্বীকার করছেন। কিন্তু আগের নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে ‘ভূমিধস বিজয়’ পেয়েছেন বলে গর্ব করা ট্রাম্পের পুরনো বক্তব্যগুলোর রেকর্ড এখনো রয়ে গেছে। বাইডেনের সমর্থকরা এখন সেই পুরনো বক্তব্যগুলোর ভিডিও ক্লিপ এবং সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেদারসে শেয়ার করছেন। সিবিএস নিউজ, নিউজউইক, বিজনেজ ইনসাইডার এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন জেনে নেয়া যাক ট্রাম্পের তেমন কয়েকটি বক্তব্যঃ
এবছরের শুরুতে মিশিগানে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘ইলেক্টোরাল কলেজ ভোটে আমরা সেবার দুর্দান্ত আর ভূমিধস জয় পেয়েছিলাম। অনেকদিন মানুষ এরকম বিজয় দেখেনি।’ আর গত বছর ফ্লোরিডাতে ট্রাম্পের বক্তব্য ছিল, ‘আমরা কেবল নির্বাচনেই জয়ী হইনি, আমরা ইলেক্টোরাল কলেজ ভোটেও ভূমিধস বিজয় পেয়েছিলাম।’ তার ঠিক আগের বছর অর্থাৎ ২০১৮ সালে ট্রাম্প সবাইকে সতর্ক করেছিলেন এই বলে যে তিনি বড় ব্যবধানে জিতেছেন, কেউ যেন সেটা ভুলে না যায়। সে বছরের জুলাই মাসে মন্টানার গ্রেট ফলস এর এক সমাবেশে ডেমোক্রেটদের উদ্দেশ্যে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘২০১৬ সালে ওদের একটা লাথি মারা হয়েছিল। ফলটা ছিল স্পষ্টত মীমাংসিত।’ পেনিসিলভানিয়ায় আগস্টে সমবেত জনতার উদ্দেশ্যে আরেক ভাষণে বলেছিলেন, ‘…বড় থেকে আরো বড় হতে থাকলো, চরম মাত্রায় বাড়তেই থাকলো, তারপর আমরা বিশাল এক জয় পেলাম। ভুলে যাবেন না। ৩০৬, বিশাল এক জয়।’