আইএসকে সহযোগিতার অভিযোগ স্বীকার বাংলাদেশি দম্পতির

0

লোকসমাজ ডেস্ক॥ সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) অর্থ ও সরঞ্জাম দিয়ে সহযোগিতার অভিযোগ স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত এক বাংলাদেশি দম্পতি। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহিদুল গাফফার (৪০) তার স্ত্রী নাবিলা খানের (৩৫) দুই ভাইকে দুই ভাইকে সিরিয়ায় আইএসে যোগ দিতে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি উইলিয়াম এম ম্যাকসোয়াইন বলেছেন, আসামিরা নাবিলা খানের ভাইদের খুনি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসে যোগ দিতে উৎসাহ ও সমর্থন জুগিয়েছেন, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি হুমকি।’
আদালত গাফফার ও নাবিলা খানকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, আড়াই লাখ ডলার জরিমানা ও মুক্তির পর তিন বছর পর্যবেক্ষণে থাকার শাস্তি দিতে পারেন।