মনিরামপুরের ঝাঁপায় ছাগল পালন করে লাভবান যুবক লিপু

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপায় ছাগল পালন করে লাভবান হয়েছেন যুবক গোলাম সরোয়ার লিপু। ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামের মৃত আব্দুল মজিদ বিশ^াসের ছেলে লিপু নিজ বাড়ির পাশে কয়েক বছর আগে ছাগলের খামার করেছেন। তার খামারে বর্তমানে ৫৬টি ছাগল রয়েছে। বছরে ১শ’রও বেশি ছাগলের বাচ্চা তিনি ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রি করেন। সরেজমিনে দেখা যায়, লিপু তার নিজ বসতবাড়ির পাশে এক বিঘা জমির চারদিক নেট দিয়ে ঘিরে দেড় লাখ টাকা খরচ করে খামার তৈরি করেছেন। তার মধ্যে মাঝ খানে একটি টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করেছেন। তিনি এ প্রতিবেদককে জানান, বি.এ পাশ করে কোনো চাকরি না পেয়ে প্রশিণ নিয়ে খামার তৈরি করে ছাগল পালন শুরু করেন। তার খামারে বর্তমানে ৫৬টি ছাগল আছে। প্রতিদিনি সাড়ে ৬শ টাকা ছাগলের খাবারে খরচ হয়। প্রতি মাসে রোগ প্রতিরোধ ওষুধসহ প্রায় ২০/২২ হাজার টাকা খরচ হয়। বর্তমানে তার খামারের ৩০টি মা ছাগল বছরে ২বার ১শ’র বেশি বাচ্চা দিচ্ছে। ৪ থেকে ৫লাখ টাকায় ওই বাচ্চা বিক্রি করা হয়। ছাগল পালনে বছরে খরচ হয় আড়াই লাখ টাকা। দেড় লাখ টাকা তার মুনাফা হয়। লাভের মুখ দেখে তার ছোট ভাই আসাদুজ্জামান তপু ঝাঁপা বাঁওড়ের পাড়ে ১০ কাঠা জমিতে খামার তৈরি করে বছাগল পালন শুরু করেছেন বলে তিনি জানান।