সুন্দরবনে চোরা মেঘনা নদীতে কাঁকড়া জব্দ করে অবমুক্ত

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে চোরা মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে কাঁকড়া আহরণ করে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিম। তার জেলেদের কাছ থেকে ৪০ কেজি কাঁকড়া আটক পূর্বক অবমুক্ত করেছেন। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দল চোরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি নৌকা ও বড়শিসহ ৪০ কেজি কাঁকড়া জব্দ করে। এসময় আহরিত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয় বলে তিনি জানান।