মাগুরায় গৃহবধূ আছমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0

মাগুরা সংবাদদাতা ॥ যৌতুকের বলি মাগুরায় গৃহবধূ আছমা খাতুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় মাগুরা প্রেসকাবের সামনে এ মানববন্ধনে অংশ নেয় ভুক্তভোগী স্বজন ও সদরের নালিয়ারডাঙ্গি গ্রামের শতাধিক নারী। আছমাকে যৌতুকের দাবিতে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মহব্বত আলী ও স্বামীর পরিবার। গত শুক্রবার তাকে নির্যাতন করার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে আছমার মা তাকে শ^শুরবাড়ি থেকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য নিহত আছমা খাতুন মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের নালেরডাঙ্গি গ্রামের হালিম শেখের মেয়ে । প্রায় পনের মাস আগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মহব্বত আলী মোল্যার সঙ্গে আছমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে স্বামী ও তার শ^শুরবাড়ির লোকজন। পাঁচ মাস আগে সুদে করে তিন লাখ টাকা নিয়ে জামাইয়ের হাতে তুলে দেন আছমার পিতা। তাতেও নির্যাতন বন্ধ হয়নি। আরও টাকার জন্য নির্যাতন চালায় তারা। তিন মাস আগে নিহতের একটি পুত্র সন্তানের জন্ম হয়। সর্বশেষ গত শুক্রবার মহব্বত আলীর স্বজনরা আছমা খাতুনের বাড়িতে মোবাইল করে জানায়, আছমা খুবই অসুস্থ। এদিকে অসুস্থতার খবর পেয়ে আছমার মা ছায়রা খাতুন মেয়ের বাড়িতে ছুটে যান। পরে শ^শুরবাড়ি থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর রবিবার রাতেই প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী মহব্বত আলী মোল্যা ও শ্বশুর নূরা আলী মোল্যাকে আটক করেছে পুলিশ।