কচুয়ায় বাধাল বাজার বণিক সমিতির কমিটি গঠিত

0

কচুয়া(বাগেরহাট) সংবাদদাতা ॥ কচুয়া উপজেলার বাধাল বাজার বণিক সমিতি গঠিত হয়েছে। এতে নকিব ফয়সাল অহিদকে সভাপতি ও শেখ রাজিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ১বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার বিকেলে বাজারের ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয় বাজারের আহ্বায়ক কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান এস এম আবু বক্কর সিদ্দিক,জেলা পরিষদের সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মদ প্রমুখ।