গয়েশ্বর রায়সহ নেতৃবৃন্দের আগাম জামিন

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, সুলতান সালাহউদ্দিন টুকু, জাহাঙ্গীর হোসেন ও ইশরাক হোসেনসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই নেতাকর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে কমপে ১১টি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন এবং বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ প্রায় দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। এর ধারাবাহিকতায় আজ পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে।