দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ সালাহ

0

লোকসমাজ ডেস্ক॥ ইয়ুর্গেন ক্লপের জন্য ভালো খবর নেই। আন্তর্জাতিক বিরতিতে একের পর এক দুঃসংবাদই পাচ্ছেন লিভারপুল কোচ। চোটের মিছিলের সঙ্গে মোহামেদ সালাহর করোনাভাইরাসে আক্রান্তের খবর আগেই পাওয়া গেছে। দুঃসংবাদ হলো, মিশরীয় ফরোয়ার্ডের দ্বিতীয় পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। শুক্রবার আক্রান্ত হওয়ার পর বুধবারও তার শরীর থেকে যায়নি প্রাণঘাতী ভাইরাস। বুধবার দ্বিতীয় পরীক্ষার ফল জানা গেছে। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে, সালাহ এখনও পজিটিভ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লিভারপুল ফরোয়ার্ডকে দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল এবং তিনি এখনও পজিটিভ। তাই আইসোলেশনেই থাকতে হচ্ছে তাকে।
আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আফ্রিকান নেশনস কাপের বাছাই খেলতে জাতীয় দল মিশরে যোগ দিয়েছিলেন সালাহ। কিন্তু মাঠেই নামা হয়নি, শুক্রবার তার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আফ্রিকান দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও কোনও উপসর্গ নেই তার শরীরে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সালাহ জানিয়েছিলেন, সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন তিনি। তার টুইটটি ছিল এমন, ‘সমর্থন বার্তা ও শুভকামনা জানানোর জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী, দ্রুতই মাঠে ফিরতে পারবো।’ আবারও করোনা পজিটিভ হওয়ায় লিভারপুলের হয়ে দুই ম্যাচ মিস করতে পারেন সালাহ। দুটো খেলাই ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য গুরুত্বপূণ্। ২২ নভেম্বর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে তারা আতিথ্য দেবে লিস্টার সিটিকে। দুই দিন পর ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে অ্যানফিল্ডে মুখোমুখি হবে আতালান্তার। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত লিভারপুলের খেলা ৮ ম্যাচের সবক’টিতে খেলেছেন সালাহ। ছন্দেও আছেন, এরই মধ্যে করেছেন ৮ গোল।