লুব-রেফের আইপিও অনুমোদন

0

লোকসমাজ ডেস্ক॥ লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিটির বিডিংয়ে শেয়ার দর ৫০ টাকার বেশি প্রস্তাবকারী বিনিয়োগকারীদের তলব করেছে কমিশন।বুধবার (১৮ নভেম্বর) বিএসইসি’র ৭৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৫০ কোটি টাকা মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যুর লক্ষ্যে কোম্পানির প্রসপেক্টাস প্রকাশ করার প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।
এদিকে, কোম্পানিটির শেয়ার দর বিডিংয়ে যেসব যোগ্য বিনিয়োগকারী (এলিজেবল ইনভেস্টর) ৫০ টাকার বেশি বিডিং করেছেন, তাদেরকে কমিশনে তলব করা হয়েছে। যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারে বিডিংয়ে অংশ নেওয়ার আগে বিএসইসির ২০১৮ সালের নির্দেশনা পরিপালন করেছেন কিনা, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কমিশন।