ফুলতলায় চুরি ও প্রতারণা মামলায় তিনজন গ্রেফতার

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা থানা পুলিশ চুরি ও প্রতারণার দুটি মামলার তিন আসামিকে মঙ্গলবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বাঘারপাড়ার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও দামোদর ভুঁইয়া পাড়ার কামরুজ্জামান নান্নুর ছেলে খায়রুজ্জামান সবুজ (২৯) এবং দামোদর মল্লিকপাড়ার শফিউদ্দিন মেহেদীর ছেলে আব্দুর রহিম মেহেদী (৪৩)।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, সোমবার দুপুরে থানার পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে থেমে থাকা পিকআপ থেকে দুটি ব্যাটারি চুরি হয়। পরে ফুলতলার জামিরা সড়কের আল হেরা সাইকেল স্টোরে চুরি করা ওই ব্যাটারি বিক্রিকালে এলাকাবাসী মেহেদী হাসান হৃদয়কে হাতেনাতে ধরে ফেলে। এ সময় সাথে থাকা অপর চোর ডুমুরিয়ার মিক্সিমিল গ্রামের ওয়াজেদ আলী ভুঁইয়ার ছেলে জাহিদুল ইসলাম ভুইয়া (৪০) পালিয়ে যায়। এ ব্যাপারে পিকআপচালক আলকা গ্রামের সাখাওয়াত খানের ছেলে রাশেদ খান ফুলতলা থানায় মামলা করেন। অপরদিকে, উপজেলার বাঘারপাড়ার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মেহেদী হাসান হৃদয় ফুলতলায় পিকআপের ব্যাটারি চুরি করতে গিয়ে আটক রয়েছে। তাকে ছাড়াতে গেলে ১০ হাজার টাকা দিতে হবে বলে তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লার কাছে মোবাইল ফোনে কল করা হয়। আটক ছেলের মুক্তির জন্য আব্দুল কুদ্দুস মোল্লা ফুলতলা বাজারের হাজী মার্কেটস্থ থ্রিজি টেলিকমের বিকাশ নম্বরে টাকা পাঠান। বিকাশে পাঠানো সাড়ে ৯ হাজার টাকা ফুলতলার দামোদর ভুঁইয়া পাড়ার কামরুজ্জামান নান্নুর ছেলে খায়রুজ্জামান সবুজ (২৯) এবং দামোদর মল্লিকপাড়ার শফিউদ্দিন মেহেদীর ছেলে আব্দুর রহিম মেহেদী (৪৩) উত্তোলন করে। এ ব্যাপারে ব্যাটারি চোর হৃদয়ের বাবা আব্দুল কুদ্দুস মোল্লা খায়রুজ্জামান সবুজ ও আব্দুর রহিম মেহেদীসহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ প্রতারণা মামলার আসামি সবুজ ও আব্দুর রহিমকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক বিকাশে পাওয়া টাকার মধ্য থেকে পুলিশ ২ হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।