চুয়াডাঙ্গায় সাত হাজারেরও বেশি প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় ৭ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা কৃষি কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোহানী মাসুম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও সম্প্রসারণ কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে ৭ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এ উপজেলার ৬ হাজার ভুট্টা চাষি, ৪শ বোরো ধান চাষি, ৪শ সরিষা চাষি, ১ শ ৫০ জন পেঁয়াজ চাষি ও ৪শ গ্রীষ্মকালীন মুগডাল চাষির মধ্যে পর্যাক্রমে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে।