নেতৃবৃন্দের নামে মামলা দায়েরের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করার প্রতিবাদে যশোর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা অনেক আগেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে দেশের একমাত্র আদর্শিক সংগঠন জাতীয়তাবাদী যুবদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসংখ্য নেতা-কর্মীর নামে নতুন করে মিথ্যা মামলা দায়ের করেছে। এটি সরকারের অনেক পুরানো চারিত্রিক বৈশিষ্ট্য। তারা ভালোভাবে জানে, যুবদল জেগে উঠলে তাদের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। কোন হামলা-মামলা করে যুবদলকে দাবিয়ে রাখা যাবে না। যুবদল কোন সন্ত্রাসী সংগঠন নয়। জনগণ জেনে গেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সেঞ্চুরি অতিক্রম করা অপকর্মের কথা। যুবলীগ গুন্ডা, সন্ত্রাসী, ক্যাসিনোর টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং ধর্ষকদের সংগঠন। আজ দেশের কোন নারী যুবলীগের ভয়ে মুক্তভাবে চলাফেরা করতে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন দলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, যুবদল নেতা আরিফুল ইসলাম, মারুফুজ্জামান কাঞ্চন, আরিফ হাসান টিপু, মিন্টু মন্ডল, আব্দুর রাজ্জাক, তারিক হাসান টিপু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, এরশাদ আলী, লিপ্টন, রাজন হাওলাদার মানিক, সাবেক ছাত্রদল নেতা তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম ডাবলু, নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।