বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল সড়কের দাইতলা নামক স্থানে গতকাল দুপুরে যাত্রীবাহী বেপরোয়া বাসের ধাক্কায় শাহারিয়ার রাব্বী (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চানপাড়া পুলিশ ফাঁড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোর শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার রাব্বী যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল। এসআই অনুপম জানিয়েছেন, দুপুর পৌণে ১২টার দিকে মোটরসাইকেলযোগে শাহারিয়ার রাব্বী তার বাসা থেকে যশোর শহরের পুলিশ অফিসে আসছিলেন। পথে যশোর-নড়াইল সড়কের দাইতলায় পৌঁছুলে একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে শাহারিয়ার রাব্বীর দু’হাত বাসের চাকার নিচে পড়ে। তখন স্থানীয় লোকজন বাসটি থামায় এবং শাহারিয়ার রাব্বীকে দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রশিদ ও ডাঃ সাফায়াত হোসেন তাকে চিকিৎসা দেন। এ সময় শাহারিয়ার রাব্বীর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। দুপুর ২টার দিকে শাহারিয়ার রাব্বীকে পুুলিশ অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক হয়েছে বলে এসআই অনুপম জানিয়েছেন।