ভাষা সৈনিক মুসা মিয়া আর নেই

0

স্টাফ রিপোর্টার॥ ভাষা সৈনিক,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো.জাহিদ হোসেন মুসা মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪০মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মুসা মিয়া ইন্তিকাল করেন। তাঁর মৃত্যুতে ঝিনাইদহের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
বিশিষ্ট এ ব্যক্তিত্বের মঙ্গলবার ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেয়া হয় ঝিনাইদহে। আজ বুধবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে জানাযা শেষে শহরের মুসা মিয়া সড়কস্থ মহিষাকুন্ডু গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাহিদ হোসেন মুসা মিয়া ১৯৩০ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বর্ণাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। ঝিনাইদহ ও যশোরসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামূলক কর্মকান্ডে তার এবং তার পরিবারের রয়েছে অসামান্য অবদান। মসজিদ,মাদ্রাসাসহ শিা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম। একই সাথে তারা মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।