‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে জীবন ও জীবিকা একসঙ্গে চলবে’

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জীবন ও জীবিকার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়া করোনাভাইরাসের চ্যালেঞ্জ নয়। তবে তারা একই যুদ্ধের অংশ। জেনেভায় ভার্চুয়াল বৈঠকে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এ কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, সম্ভাব্য টিকা নিয়ে ইতিবাচক খবর আসতে শুরু করলেও করোনা মোকাবিলায় আত্মতৃপ্তিতে ভোগার কোনো সময় নেই।
আধানম বলেছেন, ‘দ্রুত অর্থনীতি চালু করার উপায় হচ্ছে ভাইরাসকে পরাজিত করা।’।
সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের টিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল তথ্য প্রকাশ করেছে।
তবে আধানম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, টিকা নিয়ে এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। ‘কিছু দেশে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় এই মুহূর্তে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যব্যবস্থাকে সহনসীমার চূড়ান্ত পর্যায়ে ঠেলে দেওয়া হচ্ছে। ’