মোংলায় ড্রেজিং করা নতুন চ্যানেলে জাহাজ চলাচল শুরু

0

মোংলা (বাগেরহাট)সংবাদদাতা॥ মোংলা বন্দরের আউটার বারে ড্রেজিংকৃত নতুন চ্যানেলে জাহাজ চলাচল শুরু হয়েছে। ফলে বন্দরে জাহাজের সংখ্যা ও রাজস্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। নতুন ড্রেজিংকৃত চ্যানেলে নেভিগেশন বয়া স্থাপনের পর মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে জাহাজ চলাচল শুরু হয়। নতুন চ্যানেলটি অপেক্ষাকৃত সোজা হওয়ায় বন্দরে কম সময়ে ও নিরাপদে জাহাজ আসতে পারছে। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, আউটার বারে ড্রেজিংয়ের কারণে অনায়াসেই বন্দরে বেশি ড্রাফটের জাহাজ আসতে পারবে। বন্দরের উন্নয়নে বাকি প্রকল্পের কাজগুলোও দ্রুত শেষ হবে বলেও জানান তিনি। বন্দর ব্যবহারকারীরা জানান, আউটার বারে ড্রেজিংয়ের কারণে মোংলা বন্দর ভিশন-২০২১ বাস্তবায়নে অনেক দূর অগ্রসর হয়েছে। উল্লেখ্য, এ চ্যানেলটি বর্তমানে ব্যবহৃত চ্যানেলের পশ্চিমে বঙ্গবন্ধু চরের পাশে অবস্থিত। বর্তমানে বিদ্যমান চ্যানেলে ফেয়ারওয়ে বয়া হতে হিরণ পয়েন্ট পর্যন্ত কিছু স্থানে সর্বনিম্ন ৬.৫ মিটার সিডি গভীরতা থাকায় বেশি ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারত না। শুধুমাত্র আউটার বারের সীমাবদ্ধতার জন্য বন্দরের এ্যাংকোরেজে বেশি ড্রাফটের জাহাজ আনা যেত না।