দু’দিনেও উদ্ধার হয়নি সেই নবজাতক, থানায় মামলা

0

বাগেরহাট সংবাদদাতা॥ ঘুমন্ত বাবা-মায়ের মাঝখান থেকে অপহরণ করা ১৮ দিন বয়সী শিশু সোহানা ওরফে সানজিদাকে ঘটনার দুদিন পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ কিংবা পরিবারের সদস্যরা। বাগেরহাটের মোরেলগঞ্জের গাবতলা গ্রামে নবজাতক চুরির এই ঘটনায় অপহরণ মামলা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কিছু সূত্রের যাচাই-বাচাই চলছে বলে জানান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোনও এক সময় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা আক্তারকে ঘুমন্ত অবস্থায় বাবা-মায়ের উপস্থিতিতে বিছানা থেকে চুরি করা হয়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও পিবিআইও শিশুটি উদ্ধারের জন্য কাজ করছে। সুজন খান ও শান্তা আক্তার জানান, রবিবার রাতে খেয়ে তারা ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলেন। সোহানা আমাদের দুই জনের মাঝখানে শোয়া ছিল। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।