রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে আমরণ অনশন

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায়ের আশ্বাস না পাওয়ায় সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় অনশনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে অনশন করতে থাকেন। গত ৮ নভেম্বর থেকে আন্দোলনকারীরা চাকরি স্থানান্তরের দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের জানিয়েছেন। তিনি আরও বলেন, ২০ বছরের অধিক সময় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও তাদের চাকরি স্থায়ী হয়নি। বিষয়টির সমাধানে ২০১৩ সাল থেকে দাবি জানিয়ে আসলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা দাবি আদায়ে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।