চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ডাকাতি: অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা উথলী বাজার শাখা। এখানেই রবিবার লুট হয় প্রায় ৯ লাখ টাকা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংক উথলী বাজার শাখায় দিনদুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তিন দুস্কৃতকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংকটির এই শাখায় কোনও সিসি ক্যামেরা না থাকায় দৃর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি। ব্যাংকটির শাখার ভেতরে একটি খেলনা পিস্তলের অংশ জব্দ করা হয়েছে। রবিবার দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।