শরণখোলায় কমিউনিস্ট পার্টির সিডর দিবস পালন

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইকোন সিডরে নিহতদের স্মরণে শোক সভা করেছে কমিউনিস্ট পার্টি। রবিবার বিকেলে উপজেলার দণি সাউথখালীর গাবতলা বাজারে এ শোক সভার আয়োজন করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শরীফুজ্জামান শরীফ, কমিউনিস্ট পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, তেমজুর সমিতির বাগেরহাট জেলার সভাপতি আলী হায়দার, কমিউনিস্ট পার্টির শরণখোলা উপজেলা শাখার নেতা সোলায়মান হোসেন, সঞ্জয় কুলু প্রমুখ। আলোচকবৃন্দ সিডরে নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় বক্তারা সিডর দিবসকে সরকারি ভাবে পালন, প্রয়োজন অনুযায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ ও নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। এদিন সন্ধ্যায় নেতৃবৃন্দ উপজেলা সদর রায়েন্দা বাজারস্থ শহীদ মিনারে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন। পরে শরণখোলা প্রেস কাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাাতে মিলিত হন।