শ্যামনগরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে পানিতে ডুবে রুহুল কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভুরুলিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে। গত ১৩ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হন। রুহুল কুদ্দুসের স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী ফিরে আসতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায় রাত ১২ টার দিকে বাড়ির পুকুরে স্বামী লাশ ভাসতে দেখে লোকজন। পরিবারের সদস্যরা শ্যামনগর থানা পুলিশে খবর দেয়। থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনা নিশ্চিত করেছেন।