বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার॥ বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জমাদানের শেষ দিনে তিন প্রার্থীই বাঘারপাড়া নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমান, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী বিএনপি স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম ওরফে দিলু পাটোয়ারি।
বিএনপির প্রার্থী শামছুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, উপজেলা যুব দলের আহবায়ক এখলাচ হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব হিরু আহম্মেদ ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম (দিলু পাটোয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, নারিকেলবাড়িয়া ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।