উত্ত্যক্তের প্রতিবাদকারীকে ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাজিম নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৪ বখাটেকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন আহত তাজিমের মা খুরশিদা বেগম। তিনি শহরতলীর আরবপুর এলাকার আলাউদ্দিন আলার স্ত্রী। অভিযুক্তরা হচ্ছে যশোর শহরের রেল রোড টিবি কিনিক মোড় খাটপট্টির আসিফ, শংকরপুর আশ্রম রোডের আতিয়ার রহমানের ছেলে বনি, বেজপাড়া টিবি কিনিক এলাকার সুমন ওরফে ট্যাট্টু সুমন ও রেল রোড চারখাম্বার মোড় এলাকার দেবা নায়েক।
খুরশিদা বেগমের অভিযোগ, তার ছেলে তাজিমের বান্ধবী সুরাইয়া ইয়াসমিন লিম্পা (১৮) গত ৮নভেম্বর বিকেলে যশোর পৌরপার্কে ঘুরতে আসে। এ সময় উল্লিখিত বখাটেরা তাকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি লিম্পা মোবাইল ফোনে তাজিমকে জানায়। পরে তাজিম পৌরপার্কে গিয়ে বখাটেদেরকে লিম্পাকে উত্ত্যক্ত করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা তার ওপর চড়াও হয়। তারা এ সময় তাজিমকে ছুরিকাঘাতে জখম করে। তাকে মারপিটও করে বখাটেরা। বাধা দিতে গেলে বখাটেরা লিম্পাকে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন আহত তাজিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।