সাংবাদিক তহীদ মনির মা শহীদ জননী সাকিনা ইসহাকের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার॥ দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও গাজী টিভির যশোর প্রতিনিধি তহীদ মনির মা শহীদ জননী বেগম সাকিনা ইসহাক ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেগম সাকিনা ইসহাক ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে দুই ছেলেকে হারান। রাজাকারের সহায়তায় পাক হানাদার বাহিনী তার বড় ছেলে শেখ সুলতান ও শেখ আব্দুর রউফকে হত্যা করে। শেখ সুলতানের মরদেহ পাওয়া গেলেও আব্দুর রউফের সন্ধান মেলেনি। তাকে খুলনার গল্লামরি বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল। ২০১১ সালে দৈনিক কালের কণ্ঠ বেগম সাকিনা ইসহাককে শহীদ জননী হিসেবে সম্মাননা জানিয়েছিল। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে বাদ আসর শাহপুর ঈদগাহে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেসকাব যশোরের সাংস্কৃতিক ও সমাজসেবা বিষয়ক সম্পাদক তহীদ মনির মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছে দৈনিক লোকসমাজ পরিবার ও প্রেস কাব যশোর। লোকসমাজের সম্পাদক নার্গিস বেগম, প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও লোকসমাজের আনলাইন এডিটর সুন্দর সাহা সহ সকল সাংবাদিক ও কর্মচারী মরহুমা সাকিনা ইসহাকের বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।