পাওনা টাকা না দিয়ে মামলা দায়েরের অভিযোগ দেনাদারের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার জগমোহনপুরের ব্যবসায়ী হাসানুর রহমানকে পাওনা টাকা না দিয়ে চৌগাছার অপর এক ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন মামলা দায়ের করেছেন। গতকাল প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে হাসানুর রহমান এ অভিযোগ করেন। তিনি বলেন, মনোহরপুর বাজারে তার দুটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। এ সূত্রে চৌগাছার গরীবপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের সাথে পরিচয় হয়। সুসম্পর্কের এক পর্যায়ে তিনি দুই কিস্তিতে ৫২ লাখ টাকা ধার নেন। ওই টাকা চাইলে গত ২/১১/২০২০ তারিখে ইসলামী ব্যাংক চৌগাছা শাখায় একটি চেক প্রদান করে। চেকটি ব্যাংকে নিয়ে যাওয়ার পর জানতে পারি তার হিসাবে পর্যাপ্ত টাকা নেই। পরে জানি তোফাজ্জেল হোসেন আমার নামে চৌগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যে মামলায় তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী আল-আমিন রানাকেও আসামি করা হয়েছে। মোফাজ্জেল হোসেন আমার ঋণের টাকা পরিশোধ না করার লক্ষ্যে সুকৌশলে এই মিথ্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসানুর রহমানের আত্মীয় আলমগীর হোসেন, আকুল হুসাইন প্রমুখ। এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জেল হোসেন বলেন, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। পরে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য বিভিন্ন মহল থেকে তদবির করেন।