করোনায় যশোরে বাস মালিক সমিতির নেতা সালাম চাকলাদারের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চাকলাদার পরিবহনের মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুস সালাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির বড় ভাই। মরহুমের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম ফন্টু জানিয়েছেন, এক সপ্তাহ আগে অসুস্থ হওয়ার পর আব্দুস সালাম চাকলাদার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ার পর তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালেন ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় জামাতা ভারতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। ছোট জামাতা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা। গতরাত ৮টার দিকে তার লাশ শহরের পুরাতন কসবা কাঁঠালতলাস্থ বাসভবনে আনা হয়। এরপর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনা হলে সেখানে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তাবীর মুক্তিযোদ্ধা পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে. আব্দুস সালামের মৃত্যুতে যশোর জেলা পরিবন সংস্থা শ্রমিক ইউনিয়ন, যশোর জেলা মিনিট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন্ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিদানকারীরা হলেন- যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মামুনুর রশিদ বাচ্চু, সাধারণসম্পাদক মো. মোর্তজা হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ ফুলুসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং যশোর জেলা মিনি-ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ নূর মোহাম্মদ নুরু ও সাধারণ সম্পাদক বিএম লক্ষ্মী।