কোহলিরা অস্ট্রেলিয়ায়, অজি টেস্ট দলে দুই তরুণ ‘তু্র্কি’

0

লোকসমাজ ডেস্ক॥ মাত্রই দু’দিন আগে দুবাইতে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই খেলেছেন আইপিএলে। বিরাট কোহলির নেতৃত্বে দুবাই থেকেই আজ তাই দীর্ঘ দু’মাসের অস্ট্রেলিয়া সফরে গেল ২৫ সদস্যের ভারতীয় দল। আইপিএলের কয়েকটি দলে খেলা অস্ট্রেলীয় ক্রিকেট তারকা যেমন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্সরাও একই বিমানে কোহলিদের ভ্রমণসঙ্গী হয়ে অস্ট্রেলিয়া ফিরেছেন। বৃহস্পতিবার বিকেলে সিডনি এয়ারপোর্টে পা রেখেই ভারতীয় দল ঝড়ের গতিতে চলে গেছে সিডনি অলিম্পিক পার্কের কাছাকাছি নির্ধারিত হোটেলে। সেখানে তাদের দুই সপ্তাহের কোয়ারেন্টিনের পাশপাশি চলবে অনুশীলন। ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে কোহলিদের অনুশীলন চলবে জৈব সুরক্ষা বলয়ে। ভারতীয় দল সিডনিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে টেস্টের পূর্ণাঙ্গ দল। অভিষেক প্রত্যাশী পাঁচজন তরুণ সুযোগ পেয়েছেন ১৭ জনের টেস্ট দলে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও সিম বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়া টেস্ট দলে গ্রিন ও পুকোভস্কি -সিএ টুইটার
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যানুযায়ী ২২ বছর বয়সী পুকোভস্কি এ মৌসুমের শেফিল্ড শিল্ডে দুটি ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছেন। ডানহাতি ওপেনার ভিক্টোরিয়ার এবার তিন ইনিংসে ৪৯৫ রান করেছেন ২৪৭.৫ গড়ে, যার মধ্যে আছে অপরাজিত ২৫৫ ও ২০২ রানের দুটি ইনিংস। অন্যদিকে ২১ বছর বয়সী গ্রিন চার ম্যাচে এবার ৭২.৬০ গড়ে রান করেছেন। গত বছর গুরুতর পিঠে চোটে পড়া গ্রিনকে চোট থেকে মুক্ত রাখতে এবার বোলিং করানো হচ্ছে কম। তারপরও নিউসাউথ ওয়েলসের বিপক্ষে ১৯৭ রানের ইনিংস খেলোর পাশাপাশি দুটি উইকেটও পেয়েছেন এ মৌসুমে। এ ছাড়া টেস্ট দলে ডাক পেয়েছেন সিমার শন অ্যাবট, অলরাউন্ডার মাইকেল নেসের ও লেগস্পিনার মিচেল সুয়েপসন যারা আগেই অস্ট্রেলিয়ার হয়ে খেলে ফেলেছেন সাদা বলের ক্রিকেট। অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু হচ্ছে চার টেস্টের সিরিজ। পরের তিন টেস্ট হবে মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনে। অধিনায়ক কোহলি অবশ্য এই টেস্ট খেলেই ফিরে আসবেন ভারতে। জানুয়ারির প্রথম দিকেই প্রথম সন্তানের বাবা হচ্ছেন কোহলি, ‘পিতৃত্বকালীন’ ছুটি নিয়ে এসে থাকবেন স্ত্রী আনুশকা শর্মার পাশে। তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সাদা বলের সিরিজ অবশ্য শুরু হয়ে যাচ্ছে ২৭ নভেম্বর ক্যানবেরায়। ক্যানবেরা ও সিডনিতে হবে ছয়টি সীমিত ওভারের ম্যাচ।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি, জো বার্নস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, নাথান লায়ন, জেমস প্যাটিনসন, মাইকেল নেসের, মিচেল সুয়েপসন, শন অ্যাবট।
ওডিআই ও টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাসটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।