উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

0

লোকসমাজ ডেস্ক॥ ভেনেজুয়েলার বিপক্ষে নেইমারের না থাকা নিশ্চিত ছিলই। তবে আগামী সপ্তাহের বিশ্বকাপ বাছাই ম্যাচেও যে তিনি খেলতে পারবেন না, এটা আশা করেনি ব্রাজিল। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে উরুগুয়ের। পায়ের ইনজুরিতে ওই ম্যাচেও থাকা হচ্ছে না প্যারিস সেন্ত জার্মেই তারকার। এর আগে শনিবার ভোর সাড়ে ৬টায় বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে সেলেসাওরা। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সেটাও ঘরের মাঠে। তাই নেইমারকে পাওয়ার আশায় তাকে চোটগ্রস্ত অবস্থাতেই ব্রাজিল উড়িয়ে এনেছিল ম্যানেজমেন্ট। তাদের ধারণা ছিল, দ্বিতীয় ম্যাচের আগে নেইমার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু স্বস্তিদায়ক কোনও তথ্য দিতে পারলেন না দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘আমরা আশা করেছিলাম ও হয়তো খেলতে পারবে। সেই আশাতেই ওকে ব্রাজিলে আনা। সে উন্নতি করেছে, কিন্তু সেটা ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত নয়। অবশ্য এটা জানা যায়নি যে, এই মুহূর্তে নেইমার ব্রাজিল দলের সঙ্গে থাকবেন নাকি প্যারিসে উড়ে যাবেন। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখনও শতভাগ রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচই তারা জিতেছে।