ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই : মার্কিন নির্বাচন কর্মকর্তাদের ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র ফেডারেল এবং রাজ্য নির্বাচন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হারানোর বা পরিবর্তন করার বা ভোট প্রক্রিয়ায় জালিয়াতির কোনো প্রমাণ নেই। খবর এএফপি’র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের দাবি জালিয়াতি এবং ব্যালট হারিয়ে যাওয়ার কারণেই গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে তিনি পরাজিত হয়েছেন। অবশ্য দেশব্যাপী নির্বাচন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাদের এমন কথা প্রত্যাখান করেন।তারা এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকার ইতিহাসে ৩ নভেম্বরের নির্বাচন সবচেয়ে নিরাপদ ছিল।’ তারা বলেন, ‘ভোট প্রক্রিয়ায় জালিয়াতি হওয়ার বা ভোট হারানোর, ভোট পরিবর্তন করার বা কোন আপোস করার প্রমাণ নেই।’ ‘আমরা জানি এ নির্বাচনে যুক্তিহীন অনেক দাবি করা হচ্ছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে ভূল তথ্যের অবকাশ থাকলেও আমারা আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমাদের নির্বাচনের নিরাপত্তা ও সততার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আস্থা রয়েছে এবং আপনারাও এক্ষেত্রে আস্থা রাখতে পারেন। ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (এজেন্সি) এ বিবৃতি দিয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ইলেকশন ডিরেক্টর্স ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিক্রেটারিজ অব স্টেটের প্রধানরা এবং ইউএস ইলেকশন অ্যাসিস্টেন্স কমিশনের চেয়ারম্যান এ বিবৃতিতে স্বাক্ষর করেন। বাসস