যশোরে ডিজিটাল ডায়াগনস্টিকের জরিমানা মাতৃসেবা ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপে মাতৃসেবা কিনিক ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাতৃসেবা কিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পেশকার শেখ জালাল উদ্দীন জানান, বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘোপ সেন্ট্রাল রোডের মাতৃসেবা কিনিকে অভিযান চালান। এ সময় আদালত অনুমোদন ছাড়া কিনিক পরিচালনার অপরাধে মালিক ডা. মোজাম্মেল হককে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে কিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পরে একই ভ্রাম্যমাণ আদালত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান প্রদর্শিত তালিকার চেয়ে প্যাথলজি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ভুক্তভোগীদের কাছ থেকে বেশি টাকা নেয়া হচ্ছে। ফলে এই অপরাধে আদালত ডায়াগনস্টিক সেন্টারের মালিক মর্জিনা খাতুনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. রেহনেওয়াজ ও নাসিম ফেরদৌস উপস্থিত ছিলেন।