শার্শায় শিক্ষার্থীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় হতাহত ৪

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় স্কুলছাত্রীবাহী একটি ভ্যানে ট্রাকের ধাক্কায় চারজন হতাহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ওই ভ্যানের চালক ও এক ছাত্রী। আহত দুই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত শিক্ষার্থীরা বাড়িতে বসে দেয়া পরীক্ষার খাতা বিদ্যালয়ে জমা দিতে যাওয়ার সময় মর্মান্তিক এ ঘটনার শিকার হয়। তারা বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-নাভারণ সড়কের খাজুরা নামক স্থানে নিহা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরী সামিয়া ইসলাম শেফা (১৪) উপজেলার কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও ভ্যান চালক একই গ্রামের নছর উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫)। আহত একই গ্রামের আবুল কালাম লিটনের মেয়ে জ্যোতি খাতুন (১৪) ও একরামুল কবিরের মেয়ে অহনা (১৪)। নিহত শেফা ও আহত জ্যোতি দুজনে সম্পর্কে চাচাতো বোন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, করোনার কারণে বাড়ি থেকে দেয়া পরীক্ষার খাতা বিদ্যালয়ে জমা দিতে বৃহস্পতিবার সকালে শেফা, অহনা ও জ্যোতি উলাশী বাজার থেকে আবু হানিফের ভ্যানে ওঠে। সাতক্ষীরা-নাভারণ সড়কের খাজুরা নামক স্থানে নিহা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সাতক্ষীরামুখী দ্রুত গতির একটি ট্রাক ভানটিকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে শেফা ও ভ্যান চালক হানিফ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। শেফা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ভ্যানচালক হানিফ ও আহত অপর দুই ছাত্রীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়্। সেখানে অবস্থার অবনতি হলে হানিফ ও অহনাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪৫ মিনিটে হানিফের মৃত্যু হয়। খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ টিটু মিয়া বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।