ডুমুরিয়ায় বিনামূল্যে চাষিদের মাঝে বিএনপির সবজি বীজ বিতরণ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা জেলা বিএনপির সহায়তায় এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার চুকনগর ও থুকড়ায় পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গাজী তফসির আহমেদ, শেখ আব্দুর রশিদ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম পিন্টু। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক সজন, মোল্যা বাশির হোসেন, মোল্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ আবু সাঈদ, গাজী আ. হালিম, ইউপি চেয়ারম্যার শেখ দিদারুল হোসেন দিদার, হাবিবুর রহমান হবি,অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল প্রমুখ।