তালায় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন প্রেস কাবের শোক

0

তালা (সাতীরা ) সংবাদদাতা ॥ শ্রদ্ধা ও ভালবাসায় সবার প্রিয় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে তালা উপজেলার জাতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে লিভারের রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮বছর। তালা প্রেস কাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র, জয়যাত্রা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর ইউনিয়নের জাতপুর গ্রামের আনছার আলী ফকিরের ছেলে। তাঁর জানাজায় শরিক হয়েছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেস কাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, রিপোর্টার্স কাবের সভাপতি মীর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, প্রেস কাবের উপদেষ্টা এম এ হাকিমসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। তালা প্রেস কাবের সহ-সভাপতি নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানিয়েছেন তালা প্রেস কাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন, তালা প্রেস কাবের উপদেষ্টা এম এ হাকিম, প্রেস কাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দফতরর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুলসহ কাবের সদস্যরা।