কেশবপুরের ক্ষুধার্ত হনুমানদের মুখে খাবার তুলে দিল ‘শুভসংঘ’

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে বিরল প্রজাতির ক্ষুধার্ত কালোমুখো হনুমানদের মুখে খাবার তুলে দিল কালের কন্ঠ ‘শুভসংঘ’। বৃহ¯পতিবার সকালে শহরের হাসপাতাল এলাকা এবং সদর ইউনিয়নের মধ্যকুল ও রামচন্দ্রপুরে হনুমানের ুধা নিবারণের জন্য পাকা কলা, পাউরুটি ও বাদাম দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এনামুল হক কাজল, সাধারণ স¤পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক (ভারপ্রাপ্ত) প্রবীর সরকার, কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান, শুভসংঘের উপজেলা প্রচার স¤পাদক শওকত আলী, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, কামরুজ্জামান রাজু প্রমুখ। শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ মধ্যকুল এলাকায় ক্ষুধার্ত হনুমানদের খাদ্য দেওয়ার সময় এলাকাবাসী বিরল এ প্রজাতির কালোমুখো হনুমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।