কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে আনোয়ারুল আজীম ও আলহাজ বদরউদ্দীন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কালীগঞ্জের আনোয়ারুল আজীম ও আলহাজ বদরউদ্দীন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। সমাজসেবা ও স্বাস্থ্য অধিদফতরের অর্থায়নে চ্যালেঞ্জার মানবউন্নয়ন সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশিষ্ট সমাজসেবক, সংস্থার সভাপতি আব্দুল মতিন (পাতা মিয়া)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ নূর আলী ডিগ্রি কলেজের অধ্য রাশেদ ছাত্তার তরু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আলহাজ এম এ কাদের, পৌর কাউন্সিলর আশরাফুর ইসলাম মিঠু, সমাজসেবা অফিসের প্রতিনিধি সুপারভাইজার রবিউল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক আজমিরা চৌধুরী।