পাইকগাছা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন দফতরে দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা আশালতা খাতুন ও প্রশিক্ষক আলতাফ হোসেন দীর্ঘদিন পাইকগাছায় চাকুরি করার কারণে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়েছেন। তারা প্রশিক্ষণপ্রাপ্ত অনেকের নাম বাদ দিয়ে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষণপ্রাপ্তদের ভোট ও পূজার ডিউটিতে পাঠিয়েছেন। নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার এক ওয়ার্ডের দলপতিকে অন্য ওয়ার্ডে, এক ইউনিয়নের দলপতিকে অন্য স্থানের দলপতি বানিয়েছেন তারা। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাদাৎ হোসেনের দুটি সার্টিফিকেট থাকলেও ২ হাজার টাকা না দেয়ায় তাকে ডিউটি দেয়া হয়নি। বরং তাকে অফিস থেকে অসৌজন্যমূলক আচরণ করে বের করে দেয়া হয়। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ফয়সাল হোসেনকে ১ নম্বর ওয়ার্ডে এবং ৯ নম্বর ওয়ার্ডের শিউলী খাতুনকে ১ নম্বর ওয়ার্ডের দলপতি করা হয়েছে। উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম ৩০ হাজার টাকা না দেয়ায় তার জায়গায় সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত কারিজুল নামে একজনকে সহকারী কোম্পানি কমান্ডার করার অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ জন আনসার সদস্য এসব দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন (ভারপ্রাপ্ত) তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি নিয়ম মেনে সবকিছু করা হয়েছে। কারোর কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি বা চাওয়া হয়নি।’