যশোরে বাড়ছে করোনা আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যশোরে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গতকাল আরো ১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১শ ৮৫ জন। যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। পরীক্ষিত এ নমুনার ভেতর ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ১৭টি। এর মধ্যে ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ১০ জন যশোর সদরের। তারা যশোর সদরে নমুনা পরীক্ষা দিয়েছিলেন। এছাড়া অভয়নগর ও শার্শায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হচ্ছেন- যশোর ২৫০ শয্যা হাসপাতালের বিল্লাল হোসেন (৩৭), বেজপাড়া তালতলা আনসার ক্যাম্প এলাকার মাহফুজুল ইসলাম (২১), যশোর সদরের সুকান্ত (১৩), নওশের আলী (৫৬), জাহিদা বেগম (৪৮), জঙ্গলবাঁধাল গ্রামের আলামিন (২৮), ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামের হাবিবুর রহমান (৬৫), চৌগাছার মাধবপুরের তৃপ্তি খাতুন (৪৩), মণিরামপুরের মুজিবুর রহমান (৩৮), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুরের মুজিবুর রহমান (৩৭)। খুলনা মেডিকেল কলেজ থেকে নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন অভয়নগরের দিপা রাণী দাস (৩৯) ও শার্শার ইয়ার আলী (৫৭)। এর আগের দিন যশোরে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে যশোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অবস্থান পালন করা হয়েছে। মাস্ক ব্যবহার না করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবুও শতভাগ সচেতনা সৃষ্টি হচ্ছে না। প্রশাসনিক কঠোরতার ভেতরেও অনেকে মাস্কবিহীন অবস্থায় রাস্তায় চলাফেরা করছেন। ফলে আবারও করোনা পরিস্থিতির গতি ঊর্ধ্বমুখী। এ ব্যাপারে সিভিল সার্জন শেখ আবু শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আরো এক সপ্তাহ পরিস্থিতি দেখতে হবে।