যশোরে খো খো পরিষদে কোচেস ও রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের কোচেস ও রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির সভাকে নিড ইঞ্জিনিয়ারস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শিা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা। স্বাগত বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, মির্জা আরিুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহি সদস্য ফেরদৌসী বেগম, সাবেক হকি কোচ কাওসার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাথলেট পরিষদের সম্পাদক নিবাস হালদার।