‘উপ-নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আনতে পারেনি সরকার ও ইসি’

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ব্যর্থতার জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন ও প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।’ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স। সংবাদ সম্মেলনে প্রিন্স জানান, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের মতোই জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, ‘আজ জাতীয় সংসদ ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ শুন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধানের শীষের ব্যাপক জোয়ার দেখে আওয়ামী লীগ আসন দুটিতে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়।’