চার মাস ফাতিকে পাচ্ছে না বার্সা

0

লোকসমাজ ডেস্ক॥ চোট নিয়ে আনসু ফাতির ছিটকে যাওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। তার ওপর করাতে হয়েছে অস্ত্রোপচার। শুরুতে বার্সেলোনা ফরোয়ার্ড কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন, তা নিশ্চিত ছিল না। সফল অস্ত্রোপচারের পর বার্সেলোনা জানিয়েছে, ঠিক চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ১৮ বছর বয়সী এই তারকাকে। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচটায় প্রথমার্ধের পর মাঠের বাইরে চলে যান ফাতি। সোমবার তাকে যেতে হয় ডা. র‌্যামোন কুগাটের ক্লিনিকে। সেখানেই শুশ্রূষা নেন তিনি। অথচ গত সপ্তাহে স্পেন দলে তাকে রেখেই নাম ঘোষণা রেখেছিলেন লুইস এনরিকে। সামনেই তারা খেলবে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও জার্মানির বিপক্ষে। চোটের কারণে তাই স্পেনও তাকে পাচ্ছে না। তার বদলে দলে ডাক পড়েছে রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিওর। এর ফলে মার্চ পর্যন্ত ফাতিকে পাচ্ছে না বার্সেলোনাও। অথচ মৌসুমের শুরুতে কাতালানদের হয়ে অসাধারণ সূচনা করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল, অ্যাসিস্টও রয়েছে ২টি। যে কারণে কোম্যানের দলে নিয়মিত সদস্যও হয়ে দাঁড়িয়েছিলেন।