বাড়ির উঠানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে অর্পণ মল্লিক (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে তাদের বাড়ির উঠানে জমে থাকা পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অর্পণ অভয়নগর উপজেলার রামসরা গ্রামের কৃষক বিপ্লব মল্লিকের একমাত্র সন্তান।
বিপ্লব মল্লিক জানান, ভবদহের জলাবদ্ধতার কারণে তার বাড়ির উঠানে কোমর সমান পানি। বাড়ির সামনে উঁচু রাস্তা। যাতায়াতের জন্য বাড়ি থেকে রাস্তা পর্যন্ত লম্বা বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। পাড়ার শিশুরা সাঁকো দিয়ে রাস্তায় যায়। সেখানে তারা খেলা করে। আজ সকালে তার ছেলে খেলা করার জন্য সাঁকো দিয়ে রাস্তায় যাওয়ার সময় পা পিছলে উঠানের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে উঠানে সাঁকোর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সুন্দলী ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। জলাবদ্ধ পানিতে ডুবে যাওয়ার ভয়ে এলাকার শিশুদের কোমরে দড়ি বেঁধে দড়ির অপর প্রান্ত খাটিয়ার সাথে বেঁধে রাখা হচ্ছে এখন।’