এ সরকারকে ‘না’ বলতে হবে: মান্না

0

লোকসমাজ ডেস্ক॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়তে না পারলে প্রতিবাদ করতে হবে, সেটিও না পারলে সমালোচনা করতে হবে। কোনোটিই যদি পারা না যায়, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। এ সরকারকে না বলতে হবে। না মানে না, এটা কোনোভাবেই হ্যাঁ হবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নাগরিক ঐক্য আয়োজিত ‘গণতন্ত্র পদযাত্রার’ সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। মান্না বলেন, ‘এ সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এ সরকার আমাদের সরকার নয়। কারণ, এ সরকার আমাদের ভোটে নির্বাচিত হয়নি। এ স্বৈরাচার সরকারকে উৎখাত করতে নূর হোসেন আমাদের বাতিঘর।’ তিনি আরও বলেন,‘স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে নূর হোসেন শহীদ হয়েছিলেন। আমাদের জন্য দুঃখের হলো— ৩৩ বছর পরেও এক স্বৈরাচার এ দেশের ক্ষমতায় বসে আছে। ওই স্বৈরাচারের সময় গুম, খুন হয়নি। ওই স্বৈরাচারের সময় মিছিলের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছিল। এই স্বৈরাচারের সময় কথা বলতে দেওয়া হয় না।’