সরকার ও ইসিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে নির্বাচন কমিশন কাকে বলে এ বিষয়ে আওয়ামী লীগ এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, ‘আমেরিকার নির্বাচনের যেরকম… যারা অথরিটি তারা দেখেন, সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- এটাই গণতন্ত্র। সরকার অন্ধকারে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, চারদিকে কী অবস্থা, মানুষের মধ্যে কী চলছে, তাদের চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না, দেওয়ালের লিখন দেখতে পারছেন না। সেই অন্ধকার গহ্বরের মধ্যে বাস করছেন। দেশকে টেনে নিয়ে গেছেন ওদিকে, জাতিকে টেনে নিয়ে গেছেন ওদিকে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসনে ধানের শীষের উপ-নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।