মহেশ্বরপাশায় বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, বিএনপি নেতা মোশারেফ হোসেন, ঢালি আশরাফ, মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানসহ মৃত্যুবরণকারী বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় কেসিসি’র ১ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও শোক সভা হয়েছে। রোববার বাদ আছর মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. বেলায়েত হোসেন। আবুল কালাম শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সহসভাপতি মো. মোশারেফ হোসেন, নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্য তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, শাহাজি কামাল টিপু, আব্দুল জলিল হাওলাদার, শাহজাহান খান, হাবিবুর রহমান প্রমুখ । দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।