যশোরে আইডিইবির সুবর্ণ জয়ন্তী পালিত

0

স্টাফ রিপোর্টার॥ গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসমাইল শওকত। আইডিইবির জেলা সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, আইডিইবির জেলা যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ প্রমুখ।