স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পিয়া বিপাশা

0

লোকসমাজ ডেস্ক॥ মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন পিয়া বিপাশা। বিজ্ঞাপনের মডেল হওয়া ছাড়া নাটকেও অভিনয় করেছেন তিনি। ইচ্ছা ছিল নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’, ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তবে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে এই জগতে আর সুবিধা করতে পারেননি তিনি! পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই লাক্স তারকা। সেখানে স্বামী-সংসার নিয়েই দিন কাটছিল। হঠাৎ পিয়া আবার দেশে ফিরেছেন গত আগস্ট মাসে। শুধু দেশেই ফিরেননি।
কাজেও ফিরেছেন অনেকদিন পর। সমপ্রতি তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম ‘টগর’। এতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে পিয়া বলেন, ফাহিম আমার খুবই কাছের এক ছোট ভাই। তার অনুরোধে কাজটি করা। এটি অ্যাকশনধর্মী কাজ। আশা করি দর্শকের ভালো লাগবে। এদিকে পিয়া বিপাশা জানান, ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য প্রায় এক বছর পর দেশে এসেছেন। বর্তমানে বোন আজমেরী আশার সঙ্গে কক্সবাজারে আছেন তিনি।