এনজিও থেকে ঋণ তুলে না দেয়ায় স্ত্রীর ওপর নির্যাতন

0

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ৫০ হাজার টাকার ঋণ উত্তোলন করে না দেয়ার কারণে এক পাষন্ড তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছে। জীবন বাঁচাতে গিয়ে ১৭ মাস বয়সী কন্যা সন্তানকে ফেলে সমী আক্তার (২০) নামে ওই গৃহবধূ পালিয়ে পিত্রালয়ে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমী আক্তার যশোর সদর উপজেলার পুকুর বাগডাঙ্গা গ্রামের আয়ুব আলীর স্ত্রী।
সমী আক্তার ও তার মাতা আরিছন বেগম জানিয়েছেন, আয়ুব আলী নিজের ঠিকানা গোপন করে এবং তার স্ত্রী সমী আক্তারের নামে এনজিও আশা থেকে ৫০ হাজার টাকার লোন উত্তোলনের উদ্যোগ নেয়। তাতে নিজের নাম গোপন করে শুধু শ্বশুর-শাশ–ড়ির নাম ব্যবহার করে। যাতে ওই ঋণের দায়ভার স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে বহন করতে হয়। বিষয়টি বুঝতে পেরে আশার কর্মকর্তাদের তারা জানিয়ে দেন। তখন ঋণের টাকা বন্ধ করে দেয়া হয়। পরে টাকা না পেয়ে স্ত্রী সমী আক্তারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে পাষন্ড স্বামী আয়ুব আলী। গত শুক্রবার বিকেলে আয়ুব আলী তার স্ত্রীকে বেদম প্রহার করে এবং পরণের শাড়ি-কাপড় নিয়ে সমী আক্তারের গলায় ফাঁস লাগিয়ে বাড়িতে পিলারের সাথে বেঁধে রেখে হত্যার চেষ্টা চালায়। নির্যাতনের সময় তার একমাত্র কন্যা ১৭ মাস বয়সী কুলসুমকে কোল থেকে কেড়ে নেয়। এ সময় এলাকার সন্ত্রাসীদের ডেকে আনে আয়ুব আলী। আরিছন বেগম জানান, সংবাদ পেয়ে লোকজন নিয়ে তিনি নিজ মেয়েকে উদ্ধার করার জন্য আয়ুব আলীর বাড়ি যান। পরিস্থিতি বিপদজ্জনক বুঝে তারা রাতের আঁধারে সমী আক্তারকে নিয়ে কৌশলে পালিয়ে পিত্রালয়ে নিয়ে যান। এরপর গতকাল সমকালে সমী আক্তারকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্থি করেন। তবে শিশু কন্যা কুলসুমকে তারা নিয়ে আসতে পারেননি। শিশুটিকে তার পিতা গোপন করে রেখেছে বলে জানিয়েছেন আছিরণ বেগম।