আন্তর্জাতিক সংবাদ

0

অমিত শাহকে ‘বহিরাগত বর্গি’ বলে খোঁচা তৃণমূলের
লোকসমাজ ডেস্ক॥ আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যে মতাসীন তৃণমূলের শাসন অবসানের ইঙ্গিত দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ‘বহিরাগত বর্গিরা’ মতা দখল করতে পারবে না বলে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। শুক্রবার সন্ধ্যায় অমিত শাহর সংবাদ সম্মেলন শেষ হতেই পাল্টা সংবাদ সম্মেলনে আসেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা শুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে গো-বলয়ের রাজনীতি চালু করার চেষ্টা করছে। বাংলা দখল করতে পারবে না বহিরাগত বর্গিরা।’ শুখেন্দুশেখর বলেন, পশ্চিমবঙ্গ সফরে এসে মিথ্যের বেসাতি করছেন অমিত শাহ। অহেতুক কলঙ্কিত করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তার দাবি, সংবাদমাধ্যমের সামনে মিথ্যা তথ্য তুলে ধরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর করা সব অভিযোগ তথ্য দিয়ে খণ্ডন করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের থেকে ভালো স্বাস্থ্য প্রকল্প রয়েছে। একই সঙ্গে দাবি করেন কেন্দ্রের থেকে বেশি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয় পশ্চিমবঙ্গ সরকার। নারী সুরা নিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পরিসংখ্যান নিয়ে অমিত শাহকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্যসভা প্রধান। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের মতো করুণ অবস্থা দেশে নারীদের আর কোথাও নেই। একই সঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তোষণের রাজনীতি করে না। তিনি সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলেন। এদিন সকালে দেিণশ্বর মন্দিরে পূজা দিয়ে অমিত শাহ বলেন, ‘চৈতন্য, রামকৃষ্ণের বাংলায় এখন তোষণের রাজনীতি হচ্ছে।’

প্যারিসে সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টে চুরি
লোকসমাজ ডেস্ক॥ ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাড়ি থেকে বিলাসী কিছু পণ্যসামগ্রী চুরি হয়েছে। এসব পণ্যের দাম আনুমানিক ৬ লাখ ইউরো হবে বলে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। তবে ওই সৌদি রাজকন্যার নাম প্রকাশ করা হয়নি। আগস্ট থেকে অ্যাপার্টমেন্টটিতে ছিলেন না তিনি। সম্প্রতি ফিরে এসে দেখেন তার বেশ কয়েকটি দামি ব্যাগ, ঘড়ি, গয়না ও পশমের কোট নেই। বিলাসী পণ্যগুলো চুরি যাওয়ার ঘটনায় ৪৭ বছর বয়সী এতটাই ভেঙে পড়েছেন যে, তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। ফলে বিষয়টি নিয়ে এখনো পুলিশের সঙ্গে কথা বলা হয়নি তার। সূত্রটি জানিয়েছে, কোনো জোর প্রয়োগ ছাড়াই প্যারিসের প্রাণকেন্দ্র জর্জ ভি’র পাশে রাজকন্যার অ্যাপার্টমেন্টটিতে চোরেরা প্রবেশ করতে পেরেছিল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, চুরি হওয়া পণ্যগুলোর মধ্যে ফরাসি ব্র্যান্ড হেরমেসের ৩০টি বেগ ছিল, যার প্রতিটির দাম ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে। ছিল রতœখচিত একটি হাতঘড়ি, কিছু অলংকার ও পশমের পোশাক। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে প্রসিকিউটররা, পুরো বিষয়টি দেখবে প্যারিস পুলিশের বিশেষ অ্যান্টি-গ্যাং ইউনিট।

দরদিকণ্ঠের কারি শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত
লোকসমাজ ডেস্ক॥ রেডিও-টেলিভিশন এবং হালের সামাজিক যোগাযোগমাধ্যমে যার আজান ও পবিত্র কোরআন তিলাওয়াতে মুগ্ধ হতেন পৃথিবীবাসী, সুদানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই কারি শেখ নুরেন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, সুদানের সবচেয়ে ঘনবসতির শহর ওমদুরমানে গাড়ি দুর্ঘটনার শিকার হন সিদ্দিক। সুদানের ধর্মমন্ত্রী নাসরুদ্দিন মুফরিহ তার ভেরিফায়েড ফেইসবুকে এ খবর জানিয়েছেন। তিনি লেখেন, আলি ইয়াকুব, আবদুল্লাহ আল-করিম ও মুহান্নাদ আল-কিনানি নামের তিন ছাত্রও মারা গেছেন। অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন। নুরেন মুহাম্মদ তার তিলাওয়াতের ধরন এবং দরদিকণ্ঠের জন্য তুমুল জনপ্রিয় ছিলেন। তিনি কোরআন তিলাওয়াত করছেন, আর বহু মানুষ চোখের পানি ঝরাচ্ছেন এমন অনেক ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার মৃত্যুতে ধর্মপ্রাণ মুসলিমরা টুইটার-ফেইসবুকে আত্মার শান্তি কামনা করে পোস্ট দিচ্ছেন। সুদানসহ নানা দেশের মানুষ নানাভাবে তাকে সম্মান জানাচ্ছেন। মালিক সালেক নামের একজন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘তিনি আমার কাছে সবসময় সেরা থাকবেন। এই কণ্ঠ হৃদয়ের গভীর থেকে আসতে হয়। সর্বশক্তিমানের উপহার।’