মার্কিন নির্বাচনে নজিরবিহীন অস্ত্রের প্রদর্শন

0

লোকসমাজ ডেস্ক॥ এবারের নির্বাচনকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে অশান্ত প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনেই দেখা গেছে নজিরবিহীন ও বিস্ময়কর কিছু বিষয়। দেখা গেছে, অস্ত্রধারী আন্দোলনকারীরা ভোট গণনাকেন্দ্রের সামনে এসে হুমকি প্রদান করছে। তাদের কেউ কেউ শটগান নিয়ে এসেছে আবার কেউ কেউ হ্যান্ডগান। সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে তাদের হাতে ছিল সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী সেমি-অটোমেটিক এসল্ট রাইফেল। তবে এখনো কোনো গুলির ঘটনা পাওয়া যায়নি। যেসব রাজ্যে এই চিত্র দেখা গেছে সেই অ্যারিজোনা ও মিশিগানে মানুষের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচলের অনুমোদন রয়েছে। তবে বিশেষজ্ঞরা দেশটিতে ক্রমাগত এই অস্ত্রের মহড়া দেখে উদ্বিগ্ন হয়ে উঠছেন।
তারা মনে করেন, এমন অবস্থা যে কোনো সময়েই সহিংসতা সৃষ্টি করতে পারে। এ নিয়ে অ্যামেরিকান ইউনিভার্সিটির প্রফেসর মিলার ইদ্রিস বলেন, আমরা যতই এ ধরণের দৃশ্য দেখছি আমাদের কাছে অস্ত্রের মাধ্যমে এই ধরণের প্রতিক্রিয়া প্রদর্শন স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু এটি স্বাভাবিক কিছু নয়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প নির্বাচনের ফল গণনার শুরু থেকেই দাবি করছেন, এই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। তিনি প্রথম দিনেই ভোট গণনা শেষ করার কথা বলেন। এরপরই তার সমর্থকদের দেখা যায় ভোট কেন্দ্রের বাইরে গিয়ে ভোট গণনা থামানোর দাবিতে বিক্ষোভ করছে। এসব স্থানেই অস্ত্রের ওই মহড়া দেখা যায়। ফিলাডেলফিয়াতে হ্যান্ডগানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। তারা ভোট গণনার বুথের কাছে অস্ত্র হাতে অবস্থান নিয়েছিলেন। তারা ভার্জিনিয়া থেকে গাড়ি চালিয়ে সেখানে যান। তাদের ওই অস্ত্র পরিবহনের বৈধতা ছিল না। তাদের গাড়ির মধ্যে সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী রাইফেল ও গুলি পাওয়া যায়। তাদের গাড়িতে ডানপন্থী আদর্শের স্টিকারও পাওয়া যায়। তবে তারা সেখানে কেনো এসেছিলেন এবং তাদের কোনো সহিংসতা সৃষ্টির উদ্যেশ্য ছিল কিনা তা এখনো জানা যায়নি।