নেশনস লিগের আগে করোনায় আক্রান্ত ইতালি কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ সামনে ইতালির তিনটি ম্যাচ। একটি প্রীতি ও দুটি উয়েফা নেশনস লিগের। প্রথমটি শুরু হতে চার দিন বাকি। ক্লাব ফুটবল থেকে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা যখন আসতে শুরু করেছে, ঠিক তখনই ধাক্কা খেলো আজ্জুরিরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান কোচ রবের্তো মানচিনি। এখন বাড়িতে আইসোলেশনে আছে তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। মানচিনির শারীরিক অবস্থা ভালো আছে। তাদের প্রত্যাশা, শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৫৫ বছর বয়সী কোচ।
আন্তর্জাতিক ফুটবল শুরু হতে যাচ্ছে। রবিবার ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন ইতালির খেলোয়াড়রা। তাদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার আগে রুটিন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন মানচিনি। এবারের আন্তর্জাতিক সূচিতে ইতালির তিন ম্যাচ। বুধবার (১১ নভেম্বর) প্রীতি ম্যাচে ঘরের মাঠে তারা আতিথ্য দেবে এস্তোনিয়াকে। এরপর নামবে নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে। ১৬ নভেম্বর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরের মাঠে প্রতিপক্ষ পোল্যান্ড। দুই দিন পর আজ্জুরিরা আতিথ্য নেবে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে। এই ম্যাচগুলোর আগেই মানচিনিকে দলের সঙ্গে পাওয়ার প্রত্যাশা এফআইজিসির। তবে করোনাবিধি মেনেই ফিরতে হবে তাকে, ‘উয়েফা ও এফআইজিসির প্রটোকল মেনে প্রয়োজনীয় সবকিছু সম্পূর্ণ করার পর মানচিনি স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পাবেন।’ মানচিনির দল টানা ১৯ ম্যাচ হারেনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কাছে সবশেষ হেরেছিল ১-০ গোলে। উয়েফা নেশনস লিগে এই মুহূর্তে ‘এ-ওয়ান’ গ্রুপে ইতালির অবস্থান দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে পোল্যান্ড, আর ১ পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে নেদারল্যান্ডস।